উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জঙ্গলরাজ। যেখানে পুলিশ আধিকারিকদের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বলে যে আর কিছুই অবশিষ্ট নেই সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। প্রয়াগরাজের PAC-এর চতুর্থ ব্যাটালিয়নে কর্মরত একজন অফিসারকে মঙ্গলবার ভোরবেলা কৃষ্ণনগর এলাকায় তার স্ত্রী এবং মেয়ের উপস্থিতিতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তরফে খবর, তিনবার গুলি করা হয়েছে যদিও আততায়ীদের সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। সতীশ কুমার (৪৭), তার স্ত্রী ভাবনা (৪৫) এবং কন্যাসন্তান পাখি (১০) দীপাবলি উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই এই ঘটনার সম্মুখীন হতে হয় তাদের।
আরও পড়ুন-আজ নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পুলিশের বয়ান অনুযায়ী রাত ২টো নাগাদ বাড়ি ফেরেন তারা। সতীশ বাড়ির দরজা খোলার জন্য গাড়ি থেকে নামতেই বন্ধুকধারী কিছু দুষ্কৃতী তাকে তিনবার গুলি করে। তৎক্ষণাৎ মৃত্যু হয় পুলিশ অফিসারের। দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ বিনীত জয়সওয়াল এই বিষয়ে জানান যে সতীশকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তের জন্য পাঁচটি টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন-প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত ওবেরয় গ্রুপের পৃথ্বী রাজ সিং
এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘উত্তরপ্রদেশে জঙ্গলরাজ। উত্তর প্রদেশে বিজেপি সরকারের অধীনে অনাচারের চূড়ান্ত নিদর্শন। পুলিশ আধিকারিক সতীশ কুমারকে লখনউতে তাদের বাড়ির বাইরে তার স্ত্রী এবং মেয়ের উপস্থিতিতে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তরা যখন এই ধরনের পরিণতির সম্মুখীন হয়, তখন সাধারণ নাগরিকদের জন্য কী আশা করা যায়?’
The tom-tommed ???? ???? had ended before it even began. What UP is now witnessing is ?????? ???? at its worst.
In yet another display of the prevalent lawlessness under @BJP4UP, Police inspector Satish Kumar was shot dead by miscreants in the presence of his…
— All India Trinamool Congress (@AITCofficial) November 14, 2023

