মুম্বইয়ে আইপিএল আয়োজনের ভাবনা

কোভিড আবহে আইপিএল নিয়ে বিকল্প ভাবনা বিসিসিআই-এর। ২০২২ আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের পরিকল্পনা এখনই নেই বোর্ডের।

Must read

মুম্বই, ৭ জানুয়ারি : কোভিড আবহে আইপিএল নিয়ে বিকল্প ভাবনা বিসিসিআই-এর। ২০২২ আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের পরিকল্পনা এখনই নেই বোর্ডের। বরং বোর্ড কর্তারা চাইছেন কোভিড পরিস্থিতি সামলে দেশের মাঠেই আইপিএল আয়োজন করতে। একেবারে শেষ বিকল্প হল আমিরশাহি। কিন্তু সংক্রমণের গ্রাফ যদি এভাবেই বাড়তে থাকে তাহলে তো আর দশটি ভেনুতে ম্যাচ আয়োজন সম্ভব নয়।

তাই বোর্ডের ভাবনা, একটি কেন্দ্রে আইপিএল আয়োজন করতে। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের প্রথম পছন্দ মুম্বই। সেখানে তিনটি স্টেডিয়াম রয়েছে। ওয়াংখেড়ে, সিসিআই এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। জৈব সুরক্ষা বলয় তৈরি করে মুম্বইয়ের তিনটি সেন্টারে ম্যাচ করতে সমস্যা হবে না। প্রয়োজনে কাছাকাছি পুণের মাঠও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন-শনিবার দঃ২৪ পরগণা জেলার কোভিড পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়

একইভাবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজও একটা ভেনুতে আয়োজন করা হতে পারে। এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বোর্ড কর্তাদের পরিকল্পনা সিরিজ স্থগিত না করে একটি বা দু’টি ভেনুতে ম্যাচগুলো আয়োজন করা। ক্যারিবিয়ান দল ফেব্রুয়ারির শুরুতেই ভারতে আসছে। দু’সপ্তাহের সফরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমেদাবাদ, জয়পুর, কলকাতায় তিনটি ওয়ান ডে এবং কটক, ভাইজাগ, তিরুবনন্তপুরমে তিনটি টি-২০ খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের।

Latest article