১০৬-এর এক নম্বর ধারা বাতিলের দাবিতে বিক্ষোভ

ভারতীয় ন্যায় সংহিতা ১০৬(১) ধারার প্রতিবাদে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করলেন।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ভারতীয় ন্যায় সংহিতা ১০৬(১) ধারার প্রতিবাদে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করলেন। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হলে চিকিৎসকের পাঁচ বছর জেল হতে পারে। সঙ্গে আর্থিক জরিমানাও হতে পারে। তাই কেন্দ্রীয় সরকারের এই নতুন আইনের প্রতিবাদে গোটা চিকিৎসক মহল যেভাবে গর্জে উঠেছে, তাতেই শরিক হয়ে ঝাড়গ্রামেও প্রতিবাদ জানাল চিকিৎসক ও ছাত্রসমাজ।

আরও পড়ুন-শহরের বাইরে দখল হওয়া জমি উদ্ধার করছে প্রশাসন

ভারতীয় ন্যায় সংহিতা ১০৬-এর এক নং ধারা বাতিলের দাবিতে সোমবার ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন। যদি কেন্দ্রীয় সরকার ওই বিল বাতিল না করে, তাহলে আগামী তাঁরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলে জানান। তবে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে নয়, চিকিৎসা পরিষেবা চালু রেখেই তারা আন্দোলন করবেন।

Latest article