ভুল করে দায়িত্ব পেয়েছিলাম : শাস্ত্রী

আমার পর দ্রাবিড়ই ছিল কোচের উপযুক্ত লোক

Must read

মুম্বই : কমেন্ট্রি বক্সে ছিলেন। হঠাৎই কোচ হওয়ার প্রস্তাব আসে। তিনি নতুন বৃত্তে পা রাখেন। রবি শাস্ত্রী (Ravi Shastri) এখন বলছেন, ‘বাই মিসটেক’ কাজটা পেয়েছিলেন। ভুল করেই। কিন্তু রাহুল দ্রাবিড় ধাপে ধাপে এই জায়গায় উঠে এসেছেন। “আমার পর রাহুলই ছিল দায়িত্ব নেওয়ার যোগ্যতম লোক।” বক্তব্য প্রাক্তন হেড কোচের।

আরও পড়ুন: রোনাল্ডোকে ছাড়তে রাজি নয় ম্যান ইউ

শাস্ত্রীর (Ravi Shastri) আরও বক্তব্য, দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার আগে অনেক বাধা টপকে এসেছেন। তিনি একটা একটা করে সিঁড়ি টপকেছেন। অনূর্ধ্ব ১৯ কোচ ছিলেন। ভারত ‘এ’ দলের সঙ্গে কাজ করেছেন। সিনিয়র দলকে নিয়ে শ্রীলঙ্কা গিয়েছিলেন। “আমার পর দ্রাবিড়ই ছিল সঠিক লোক। আমি তো ভুল করে কাজটা পেয়েছিলাম। ছিলাম কমেন্ট্রি বক্সে। ডাক পেলাম। চলে গেলাম। কিন্তু রাহুল একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে। আমার মনে হয় ভারতীয় দল একবার ওর পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারলে ও এই কাজটা উপভোগ করবে।” বলেছেন শাস্ত্রী। তবে প্রাক্তন হেড কোচের উপলব্ধি, এই দায়িত্ব সামলানোর জন্য মোটা চামড়ার প্রয়োজন হয়। তিনি খুব চিন্তায় থাকতেন মিডিয়াকে নিয়ে। যারা ভাল করলে মাথায় তুলে রেখেছে। উল্টোটা হলে একহাত নিয়েছে। শাস্ত্রী বলেছেন, “আমাদের কাজ ছিল ওদের ভুল প্রমাণ করা। কীভাবে? বিরাটের সঙ্গে বসতাম। বলতাম মাথা থেকে পিচকে সরিয়ে দাও। শুধু এটা ভাব যে, কুড়িটা উইকেট নিতে হবে, ব্যস”।

Latest article