প্রতিবেদন : প্রাচীন শহর হাওড়ায় রাস্তা সংকীর্ণ। সাঁতরাগাছির গুরুত্ব বেড়ে যাওয়ার ফলে বেশি যানজটের সমস্যা দেখা দিয়েছে। যানজট হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতেও। তা নিয়ে বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)।
বৃহস্পতিবার, হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে সে কারণে রাস্তার উন্নয়ন এবং যান চলাচল নিয়ে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোনোভাবেই যেন এক্সপ্রেসওয়েতে যানজট না হয় সে বিষয়েও প্রশাসনিক কর্তাদের সতর্ক করেন মমতা। একই সঙ্গে হাওড়া এবং কলকাতার পুলিশকে সমন্বয়ের মাধ্যমে সাঁতরাগাছি-সহ হাওড়া শহরাঞ্চলের যানজটের সমস্যার সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাস্তার উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন PWD-কে।
আরও পড়ুন : Tmc Campaign : তাণ্ডব উপেক্ষা, দিনভর ত্রিপুরায় প্রচার তৃণমূলের
রাজ্যে একটি ধর্মীয় সার্কিট তৈরির স্বপ্ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুরফুরা শরিফ থেকে শুরু করে তারকেশ্বর হয়ে বীরভূমের কঙ্কালীতলা, তারাপীঠ, নলাটেশ্বরী ধর্মীয়স্থানগুলিকেকে এক সুতোয় বাঁধতে চান তিনি। এর জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। ধর্মীয়স্থানের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সে কাজ ত্বরান্বিত করার প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব ধর্মীয়স্থান যেমন সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হয়।
ধর্মীয় স্থানের পাশাপাশি রাস্তা উন্নয়নের বিষয়েও জোর দেন মমতা। তিনি বলেন, কোথাও কোনও ভবন বা দোকান নির্মাণ হলে তার সামনের রাস্তা যদি ক্ষতিগ্রস্ত হয় তা সারিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে যাঁরা নির্মাণ করছেন তাঁদের।প্রশাসনিক বৈঠক থেকে একাধিক সরকারি ভবন এবং একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

