মুম্বই: গতবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে ইংল্যান্ড। এই পরিস্থিতিতে শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে জস বাটলারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (England vs South Africa)। যারা টানা দুটো জয়ের পর শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে নেদারল্যান্ডসের কাছে হেরেছে। অন্যদিকে, ইংল্যান্ডও (England vs South Africa) নিজেদের শেষ ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। তাই কুইন্টন ডি’ককদের বিরুদ্ধে বেন স্টোকসকে মাঠে নামাতে মরিয়া ইংরেজরা।
চোটের জন্য চলতি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি স্টোকস। তবে তিনি এখন ফিট। শুক্রবার মিডিয়ার মুখোমুখি হয়ে বাটলারও বলে দিলেন, বেন নেটে খুব ভাল ট্রেনিং করেছে। ওকে মাঠে ফিরতে দেখে দারুণ লাগছে। ও মাঠে থাকা মানেই দলের শক্তি এবং আত্মবিশ্বাস এক লাফে অনেকটাই বেড়ে যাওয়া।
ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে হার অতীত। আমরা সামনের দিকে তাকাচ্ছি। এবারের টুর্নামেন্টে প্রতিটি দলকেই অনেকগুলো করে ম্যাচ খেলতে হবে। তাই আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। প্রতিপক্ষ হিসাবে দক্ষিণ আফ্রিকাকে সমীহ করছেন বাটলার। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। আগের ম্যাচে হেরেছে বলে মরিয়া হয়ে মাঠে নামবে। তবে আমাদের লক্ষ্য একটাই, মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া এবং ম্যাচ জেতা।
আরও পড়ুন- বিশেষ ড্রাগের অপব্যবহারে মনস্তাত্ত্বিক কৌশল হামাসের

