এই বছর ৭৫ তম স্বাধীনতা দিবস | এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব ঘরে তিরঙ্গা লাগানোর কথা বলেছেন | আর সেই উপলক্ষে বহু মানুষ জাতীয় পতাকা কিনতে ভিড় জমিয়েছেন বাজারে | কিন্তু এর মাঝেই জাতীয় পতাকা বিক্রি নিয়ে শুরু হয়েছে দুর্নীতি।বিজেপি-শাসিত হরিয়ানায়, দরিদ্র লোকদের লুট করা হচ্ছে এবং প্রতিটি পতাকার জন্য ২০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে, যা ছাড়া তারা রেশন পাবে না।যেখানে মানুষের কাছে সামান্য রেশন কেনার সামর্থ্য নেই সেখানে তাদের ভয় দেখিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা একেবারেই শোভনীয় নয়।
আরও পড়ুন-বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করে সেই নির্মম ছবি তুলে ধরেছে। সেখানে নরেন্দ্র মোদিকে নিশানা করে লেখা হয়েছে,’বিজেপি-শাসিত হরিয়ানায়, দরিদ্র লোকদের লুট করা হচ্ছে এবং প্রতিটি পতাকার জন্য ২০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে, যা ছাড়া তারা রেশন পাবে না। গরিব মানুষের কাছে রেশন কেনার টাকা নেই, পতাকা তো থাকুক !’
.@BJP4India SHAMELESSLY MONETIZES NATIONALISM!
In BJP-ruled Haryana, poor people are being LOOTED & forced to pay ₹20 for each flag, without which they will NOT GET RATION.
Poor people don’t have the money to buy ration, let alone flags, Mr Modi!https://t.co/1axYEMKEdv
— All India Trinamool Congress (@AITCofficial) August 10, 2022

