দিল্লিতে ধরনা কাবুল ফেরত আফগানদের

Must read

প্রতিবেদন, নয়াদিল্লি : দিল্লির বসন্ত বিহারে ‘ইউনাইটেড নেশনস হাইমিশনার ফর রিফিউজিস’ দফতরের সামনে ধরনায় সামিল হলেন কাবুল ফেরত আফগানরা৷ তাঁদের চোখেমুখে তালিবানি জমানার দুঃস্বপ্ন৷ সোমবার এই ধরনা কর্মসূচিতে কয়েকশো আফগান নারী ও শিশু রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানান৷

আরও পড়ুন : জাতিভিত্তিক শুমারির দাবিতে মোদীর ওপর চাপ নীতীশের

 

শান্তি ও সহযোগিতা চেয়ে পোস্টার-সহ দাবি–দাওয়া জানাতে থাকেন আফগানি শরণার্থীরা। বেশিরভাগই মহিলা ও শিশু। শিশুদের হাতে স্বামী বিবেকানন্দের বাণী লেখা পোস্টার। তাঁদের দাবি, ভারতে বসবাসকারী আফগান শরণার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করুক রাষ্ট্রসংঘ। কারণ, আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার পর ভারতে আফগান শরণার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কেউই এখন তালিবান জমানার ত্রাসের মধ্যে পড়তে চাইছেন না৷ এই পরিস্থিতিতে ভারতে থাকা আফগান শরণার্থীদের জীবনযাপনও কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাঁরা যেহেতু আর আফগানিস্তানে ফিরতে চান না, তাই তাঁদের দাবি বিকল্প দেখাক রাষ্ট্রসংঘ৷

Latest article