বড়ঞায় খুন তৃণমূল কংগ্রেস নেতা

Must read

সংবাদদাতা, কান্দি: রাজনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে প্রতিহিংসার পথ বেছে নিয়েছে বিরোধীরা। তারই জেরে সাতসকালে প্রকাশ্যে খুন হলেন কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার হস্তিনাপুর গ্রামের কাছে চৈতপুর মাঠে। নাম মুস্তফা শেখ (৪৫)।

শুক্রবার সকালে সুন্দরপুর বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে চৈতপুর গ্রাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী হঠাৎ আক্রমণ করে। পরপর বেশ কয়েকটি বোমা ছোঁড়ার পরেও মৃত্যু নিশ্চিত করতে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি ও বোমার আঘাতে ধানজমিতে লুটিয়ে পড়েন মুস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মুস্তফা শেখ এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগের তীর বিরোধীদের দিকে।

আরও পড়ুন : সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

ঘটনার তীব্র নিন্দা করে গ্রামপঞ্চায়েত প্রধান তপনকুমার রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মুস্তাফাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অশোক দাসের মতে, পায়ের তলায় মাটি হারিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোর্সেদ জর্জ জানান, দু বছর আগেও একবার ওঁর ওপর হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুন : সিকিমের ধসে মৃত্যু জওয়ানের

বোমার আঘাতে জখম হয়েছিলেন। শুক্রবার বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে নৃশংসভাবে খুন করে বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের কাছে দাবি, তদন্ত করে দোষীদের উপযুক্ত ব্যবস্থা করুক। জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার বলেন, ঘটনার সঙ্গে জনাচারেক দুষ্কৃতী জড়িয়ে রয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

Latest article