দ্রুত বদলে যাচ্ছে হাওড়ার সংযুক্ত এলাকা

Must read

দক্ষিণ হাওড়ার (South Howrah) সংযোজিত এলাকা হিসেবে পরিচিত ৪৪, ৪৫, ৪৬ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবার মান বাড়াতে কর্পোরেশন, এইচআইটি ও স্থানীয় বিধায়ক সম্মিলিতভাবে কাজ করছে। ৪৫ নম্বর ওয়ার্ডের হাঁসখালিপোল লাগোয়া এলাকায় সম্প্রতি ২৩টি স্ট্রিট লাইটের উদ্বোধন করেছেন বিধায়ক। সেই সঙ্গে থানামাকুয়া বিদ্যাসাগরপল্লিতে আন্দুল রোড থেকে শান্তিনগর পর্যন্ত রাস্তায় এলইডি লাইট লাগিয়ে বিধায়কের আর্থিক তহবিল থেকে আলোকিত করা হয়েছে।

আরও পড়ুন – বাংলার উন্নয়নমূলক কর্মসূচিগুলি পেল স্বীকৃতি, হাজার কোটি টাকা দিয়ে সাহায্য বিশ্বব্যাঙ্কের 

৪৬ নম্বর ওয়ার্ডেও ৫০টি স্ট্রিট লাইট লাগানো হচ্ছে। সেইসঙ্গে ওই এলাকায় এইচআইটি ও কর্পোরেশনের উদ্যোগে একাধিক রাস্তা সংস্কারের কাজও শুরু হয়েছে। স্থানীয় (South Howrah) বিধায়ক নন্দিতা চৌধুরি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পরামর্শ নিয়ে নাগরিক পরিষেবার মান বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা চূড়ান্ত করছেন। বিধায়কের সঙ্গে ছিলেন দক্ষিণ হাওড়া র তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিত মুখার্জীও।

নন্দিতা চৌধুরি বলেন, ‘‘অত্যধিক বৃষ্টির কারণে কিছু রাস্তা ভেঙেচুরে গিয়েছিল। সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। এছাড়াও অ্যাডেড এরিয়ার কিছু রাস্তায় আলো ছিল না। সেখানে স্ট্রিট লাইট লাগানো হচ্ছে। এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক রাখতেও নিয়মিত নর্দমা সাফাই করা হচ্ছে। হাওড়া কর্পোরেশন ও এইচআইটি যৌথভাবে কাজ করছে। সংযোজিত এলাকার সামগ্রিক ছবিটাই ক্রমশ বদলে যাচ্ছে।” এলাকায় নাগরিক পরিষেবার মান বাড়াতে বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারাও।

Latest article