পর্বতারোহীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা জম্মু-কাশ্মীর পুলিশের

জেবরোয়ানের অদূরের ঘটনা। এই ভয়ঙ্কর বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়েও পাহাড়-জঙ্গলে মাথা ঠান্ডা রাখেন ওই দুই পর্বতারোহী।

Must read

প্রতিবেদন: পর্বতারোহীদের নিরাপত্তার জন্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ। পর্বতারোহীজানে যারা ভূস্বর্গে আসবেন তাদের প্রতি পুলিশের আবেদন, আগে থেকে বিস্তারিত জানান প্রশাসনকে। কোন পথ দিয়ে তাঁরা ট্রেকিং করতে চান জানান তাও। আসলে দিন দু’এক একটি ঘটনাকে কেন্দ্র করেই ভূস্বর্গ পুলিশের এই বিশেষ সতর্কতা। শ্রীনগরের কাছে রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলি বিনিময়ের মাঝে পড়ে যান ২জন পর্বতারোহী।

আরও পড়ুন-আতসবাজি: সম্পূর্ণ নিষেধাজ্ঞা চায় শীর্ষ আদালত

জেবরোয়ানের অদূরের ঘটনা। এই ভয়ঙ্কর বিপদজনক পরিস্থিতির মধ্যে পড়েও পাহাড়-জঙ্গলে মাথা ঠান্ডা রাখেন ওই দুই পর্বতারোহী। লুকিয়ে পড়েন একটি গুহার মধ্যে। সেখান থেকেই ১০০ তে ডায়েল করে পুলিশকে জানান তাঁদের অসহায় অবস্থার কথা। সঙ্গে কন্ট্রোলরুম থেকে খবর যায় স্থানীয় টহলদারী বাহিনীর কাছে। জওয়ানরা উদ্ধার করেন তাঁদের। পুলিশের বক্তব্য, হেমন্তকাল পর্বতারোহীদের পক্ষে অতন্ত আকর্ষণীয়। সেই কারণেই শীতের মুখে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে পর্বতারোহী দল। তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার জন্যে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Latest article