সংবাদদাতা, হাওড়া: দীর্ঘদিন থেকেই দাবি ছিল বাউড়িয়া, ফুলেশ্বর ও কুলগাছিয়া স্টেশনে ওভারব্রিজের। সেই ব্রিজ তৈরির দাবিতে সংসদে সরবও হয়েছিলেন সাংসদ সাজদা আহমেদ। অবশেষে তাঁর দাবি মেনে রেল দফতর বাউড়িয়া স্টেশনে ওভারব্রিজ (আরওবি) তৈরির জন্য অনুমোদন দিল।
আরও পড়ুন-ড্রপআউট কমানোর উপর জোর দিলেন সাংসদ রচনা
পাশাপাশি ফুলেশ্বর ও কুলগাছিয়া স্টেশনে ওভারব্রিজ তৈরির জন্য সমীক্ষার কাজও শুরু হচ্ছে। সংসদে সাজদা আহমেদের প্রশ্নের উত্তরে লিখিতভাবে একথা জানিয়েছেন রেলমন্ত্রী। এই প্রসঙ্গে সাংসদ সাজদা আহমেদ জানান, ‘বাউড়িয়া,ফুলেশ্বর ও কুলগাছিয়া স্টেশনে বহু মানুষ রেললাইনের ওপর দিয়ে পারাপার করেন। তাঁদের জন্য ওই তিন স্টেশনে রোড-ওভারব্রিজ তৈরির দাবি তুলেছিলাম সংসদে। রেলমন্ত্রী বাউড়িয়ায় অনুমোদন দিয়েছেন। বাকি দুই জায়গায় কাজ শুরুর জন্য সমীক্ষা করা হচ্ছে। ওই দুই স্টেশনেও আরওবি তৈরির অনুমোদন পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। এলাকার বাসিন্দারা বলছেন, সাংসদ সাজদা আহমেদের জন্যেই এই কাজ হবে। সাংসদকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

