হাইকোর্ট না বললে বিজ্ঞপ্তি নয়

Must read

প্রতিবেদন : ভোটের দিনক্ষণ স্থির হয়ে গেলেও আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। কলকাতা হাইকোর্টে মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী একথা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যতদিন না পর্যন্ত কলকাতা হাইকোর্টে বিজেপির করা পুরভোটের মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন কোনও বিজ্ঞপ্তি জারি করবে না কমিশন।

আরও পড়ুন : রাজ্য জুড়ে স্কুলে স্কুলে পড়ুয়ারা

শুধুমাত্র হাওড়া ও কলকাতা পুরসভায় নয়, রাজ্যের বাকি পুরসভা ও পুরনিগমে ভোট করানো হোক, গত সপ্তাহে এই দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ‘‘কেন সব পুরসভায় একসঙ্গে ভোট করানো হচ্ছে না?’’ জবাবে কমিশনের আইনজীবী জানান, ‘‘এই বিষয়ে দ্রুত আদালতে হলফনামা দিয়ে জানানো হবে।’’ তখনই বিজেপির আইনজীবীরা আদালতে জানান, এই মুহূর্তে পুরভোট নিয়ে মামলা চলছে। যদি এখনই রাজ্য নির্বাচন কমিশন হাওড়া ও কলকাতা পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করে তাহলে এই মামলা গুরুত্ব হারাবে। তাঁদের আর্জির পরেই রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত জানান, যতদিন না আদালতে পুরভোট সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন ভোটের বিজ্ঞপ্তি জারি হবে না। এরমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভােটের দিন চূড়ান্ত হয়ে গিয়েছে। ভোটগণনা ২২ ডিসেম্বর। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ আপাতত ঝুলেই রইল।

Latest article