শিশুপাচার নিয়ে সংকটে বিজেপি

Must read

প্রতিবেদন : বাঁকুড়ায় শিশুপাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল হাইকোর্ট। এই ঘটনায় বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নাম জড়িয়ে যাওয়ায় দানা বেঁধেছে গভীর রহস্য। যদিও সাংসদকে কেন্দ্র করে এই বিতর্কে দলের অবস্থান এখনও পর্যন্ত স্পষ্ট করেনি বিজেপি। রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। গ্রেফতারও করা হয়েছে একজনকে। প্রাথমিক তদন্তে হাইকোর্ট সন্তোষ প্রকাশ করলেও তদন্তের অগ্রগতি নিয়ে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে রাজ্যকে। ঘটনাটি ঘটেছিল কয়েকমাস আগে। বিতর্কের কেন্দ্রে বাঁকুড়ারই একটি স্কুল। শিশুপাচারের ঘটনা নিয়ে যথাযথ তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছিল এক জনস্বার্থ মামলা। তারই প্রেক্ষিতে সোমবার এই আদেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকার অবশ্য ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতে তা জানানোও হয়েছে রাজ্যের পক্ষ থেকে। লক্ষণীয়,এই শিশুপাচারের বিষয়ে ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দিকে। এ ব্যাপারে তাঁর জড়িত থাকার সম্ভাবনা এখন তদন্তের বিষয়। স্বাভাবিকভাবেই গভীর অস্বস্তিতে বিজেপি। হাইকোর্টের আদেশ তাদের এই অস্বস্তি যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সে ব্যাপারে কোনও সন্দেহই নেই। এই ঘটনায় ইতিমধ্যেই স্কুলের এক শিক্ষক গ্রেফতার হয়েছেন।

Latest article