প্রয়োজনে ফের ড্রোন হামলা হবে আফগানিস্তানে, হুঁশিয়ারি পেন্টাগনের

Must read

প্রতিবেদন: সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। তবে প্রয়োজন পড়লে ফের ড্রোন হামলা চালানো হবে আফগানিস্তানের মাটিতে। সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ২৪ ঘণ্টার মাথায় আফগানিস্তানে মাথাচাড়া দেওয়া জঙ্গি সংগঠনগুলিকে এই হুঁশিয়ারি দিল পেন্টাগন। শুধু তাই নয়, মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তান তো বটেই, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের উপর নজর রাখছে আমেরিকা।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি  বলেন, ইসলামিক স্টেট খোরাসান এবং আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। প্রয়োজন হলে এসব রুখতে ফের ড্রোন হামলা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। জন কিরবি আরও জানান, আমরা কোনও অনুমানভিত্তিক অপারেশনে যাচ্ছি না। যা হবে তা বাস্তব প্রেক্ষাপটের ভিত্তিতে। আমরা নিজেদের ক্ষমতা বজায় রেখেই চলব। যখন প্রয়োজন হবে তখনই তা ব্যবহার করব।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণে জেলাশাসক

উল্লেখ্য, পূর্বঘোষণা মতোই দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনাবাহিনী। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি টানা হয়েছে গত ১৭ দিনে। আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। সেখানে থাকা সমস্ত মার্কিন বাহিনী ও আমেরিকার সাধারণ নাগরিক উদ্ধার করে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।

Latest article