নকভির মন্তব্য

ওই অনুষ্ঠানের সঞ্চালক নকভিকে নূপুরের মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। ওই প্রশ্নের উত্তরে নকভি স্পষ্ট বলেন, নূপুর যা বলেছেন সেটা কেউই সমর্থন করে না।

Must read

বিজেপির সংখ্যালঘু নেতারাও নূপুর শর্মার বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ। দলের অনুশাসনের কারণে তাঁরা বিষয়টি প্রকাশ্যে বলতে পারছেন না। কিন্তু ভিতরে ভিতরে তাঁরাও ক্ষোভে ফুঁসছেন। মঙ্গলবার বিজেপির সংখ্যালঘু মুখ তথা কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভির বক্তব্যেই সেটা স্পষ্ট হয়েছে। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে উপস্থিত ছিলেন বিজেপির এই সংখ্যালঘু নেতা।

আরও পড়ুন-বন্যার কবলে

ওই অনুষ্ঠানের সঞ্চালক নকভিকে নূপুরের মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। ওই প্রশ্নের উত্তরে নকভি স্পষ্ট বলেন, নূপুর যা বলেছেন সেটা কেউই সমর্থন করে না। এধরনের মন্তব্য কোনও সুস্থ রুচির পরিচয় নয়। কারও সম্পর্কে এ ধরনের অশালীন মন্তব্য করা কখনওই কোনও সুস্থ মানুষের কাজ হতে পারে না। কোনও মন্তব্য করার আগে মনে রাখা উচিত, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার আছে।

Latest article