দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪ সদস্যকে শোকার্ত পরিবারের পাশে প্রশাসন

জানা গেছে, বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে রাতে তুফানগঞ্জ নাটাবাড়ি হয়ে কালজানি এলাকায় তাঁদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন তাঁরা।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কালচিনির দুর্ঘটনায় একই সঙ্গে মৃত্যু হয়েছে বাবা-মা ও দুই সন্তানের। শোকে কাতর গোটা পরিবার। ঘটনার পর থেকেই শোকার্ত পরিবারের পাশে রয়েছে প্রশাসন। বুধবার মৃতদের বাড়িতে যান মন্ত্রী উদয়ন গুহ। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, পথ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সবসময় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই পরিবারের খোঁজ রাখবে। জানা গেছে, রবিবার রাতে অত্যধিক গতিতে গাড়ি চালানোয় বেঘোরে প্রাণ হারান স্বামী-স্ত্রী ও দুই শিশুসন্তান।

আরও পড়ুন-১০ বছরের কন্যাকে পিটিয়ে খুনের ঘটনায় পাক দম্পতির যাবজ্জীবন ব্রিটেনে

জানা গেছে, বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে রাতে তুফানগঞ্জ নাটাবাড়ি হয়ে কালজানি এলাকায় তাঁদের বাড়ির দিকে রওনা হয়েছিলেন তাঁরা। কালজানি কুয়ারপার সেতুর কাছে গাড়ি-সহ পরিবারের চার সদস্য রাস্তার পাশে পুকুরে গিয়ে পড়ে। এরপর গ্রামবাসীরা ও পুন্ডিবাড়ি থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে। পুলিশ জানায় সঞ্জিত রায় ও স্ত্রী বিপাশা রায় ও তাঁদের দুই শিশুসন্তানের মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা কালজানি গ্রামে। বুধবার কালজানি গ্রামে মৃতদের বাড়িতে গিয়ে দেখা করেছেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ কোচবিহার ২ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Latest article