দুর্গতদের ত্রাণ অখিলের

Must read

সংবাদদাতা, রামনগর : রামনগর ২ ব্লকের মৈতনা অঞ্চলের দক্ষিণ তেঁতুলতলা গ্রাম ইতিমধ্যে নতুন করে প্লাবিত। এই গ্রামের অধিকাংশ বাসিন্দা মৎস্যজীবী। রামনগর বিধানসভা এলাকার মধ্যে তফসিলি মৎস্যজীবীদের এমন অবস্থার কথা শুনে শুক্রবার সেখানে যান মৎস্যমন্ত্রী অখিল গিরি। হাঁটুজল পেরিয়ে প্লাবিত গ্রাম ঘুরে দেখেন।

আরও পড়ুন :বাঁধ মেরামতি শুরু পটাশপুরে

দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। ১৩০টি পরিবারকে পলিথিন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও যে পরিবারগুলি একেবারে জলমগ্ন, তাদের মৈতনা পঞ্চায়েত থেকে ১০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ দেন মৎস্যমন্ত্রী। গ্রামবাসীদের মৎস্যমন্ত্রী জানান, সাহাপুর ক্যানেল জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতর থেকে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তার আগেই বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। জল কমলেই খাল সংস্কার করা হবে। এদিন মৎস্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র এবং স্থানীয় জেলা পরিষদ সদস্য রিজিয়া বিবি।

Latest article