কানপুর, ২৩ নভেম্বর :নিউজিল্যান্ড চাইছে তিন স্পিনারেও খেলাতে। জোরকদমে ব্যাটিং প্র্যাকটিস করছে ভারত। সবমিলিয়ে বলা যেতে পারে টেস্টের মহড়া শুরু হয়ে গিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। কানপুরের গ্রিন পার্কে প্রথম টেস্ট। মঙ্গলবার থেকে সেখানে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। কিউয়ি শিবিরে জোর দেওয়া হয়েছে ভারতীয় স্পিনারদের সামলানোর মহড়ায়। অশ্বিন, অক্ষরদের ঘূর্ণি মোকাবিলায় রক্ষণে ত্রুটি রাখতে চান না নিউজিল্যান্ড ব্যাটাররা। পাশাপাশি প্রয়োজনে তিন স্পিনারে খেলারও আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন কিউয়ি কোচ গ্যারি স্টিড।
টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে অবশ্য ভারতীয় স্পিনারদের নিয়ে উদ্বেগই ধরা পড়ল ব্ল্যাক ক্যাপস শিবিরে। উইলিয়ামসনদের কোচ গ্যারি স্টিড ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বললেন, “ভারতে যখন আমরা খেলছি তখন এই পরিবেশ, পরিস্থিতিতে অশ্বিন, জাদেজা, অক্ষরের মতো বিশ্ব মানের স্পিনারদের সামলানোর জন্য তৈরি থাকতে হবে। যে উইকেটই আমাদের দেওয়া হোক না কেন, যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।” তাঁর বাড়তি সংযোজন, ‘‘আমরা সাধারণত চার পেসার এক স্পিনারে খলতে পছন্দ করি। তবে প্রয়োজনে তিন স্পিনার নিয়েও মাঠে নামতে পারি।’’
এরপর নিউজিল্যান্ড কোচ বলেন, “টেস্টের প্রথম দিকে এখানের উইকেটে খুব বেশি বল ঘোরে না। খেলা যত গড়ায়, পিচ ভাঙতে থাকে। তাই আমাদের বিভিন্ন বিকল্প, গেমপ্ল্যান, ভাবনাচিন্তা নিয়ে তৈরি থাকতে হবে, যাতে চ্যালেঞ্জের মোকাবিলা করা যায়।” টানা জৈব বলয়ে থাকার ক্লান্তির জন্য ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমকে টেস্ট সিরিজে পাবে না নিউজিল্যান্ড। এই প্রসঙ্গে কিউয়ি কোচ বলেন, “বায়ো-বাবলের ক্লান্তি কাটিয়ে তরতাজা হয়ে ওরা ফিরতে চায়। বর্তমান পরিস্থিতিতে এটা খুব জরুরি। ভারতও এই কারণে সিরিজে অনেককে বিশ্রাম দিয়েছে।”
আরও পড়ুন : KL Rahul : টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল
অন্যদিকে শ্রাম সেরে ফের প্র্যাকটিশে নেমে পড়লেন বিরাট কোহলি। মঙ্গলবার মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে গা ঘামালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও, মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট খেলবেন বিরাট। তাঁর পরিবর্তে কানপুরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন লাল বলের ফরম্যাটে খেলেননি। তাই আর দেরি না করে ট্রেনিং শুরু করে দিলেন। এদিন বিরাটের ট্রেনিং সেশনে হঠাৎ করেই ঢুকে পড়েছিল একটি বিড়াল! তাকে কোলে নিয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারত অধিনায়ক। সঙ্গে ক্যাপশন দেন, ‘‘প্র্যাকটিসে আমাকে স্বাগত জানাতে হাজির হয়েছে এই ‘কুল ক্যাট’।’’ যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিরাটের এই পোস্টে মজা করে মন্তব্য করেন স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি লেখেন, ‘‘হ্যালো বিল্লি!’’ পাল্টা উত্তর দেন বিরাটও। তিনি পোস্ট করেন, ‘‘দিল্লির ছেলের সঙ্গে মুম্বইয়ের বিল্লি!’’।দীর্ঘদিন হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। তিনি শেষবার শতরান করেছিলেন বছর দুয়েক আগে, ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে ভারতীয় দল। ওই সফর ব্যাটসম্যান বিরাটের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এদিকে, প্রথমবার টেস্ট দেল সুযোগ পেয়ে দারুণ মুডে রয়েছেন শ্রেয়স আইয়ার। ডানহাতি মুম্বইকর ব্যাট হাতে ২২ গজে যতটা সাবলীল, ততটাই তাসের জাদুতেও। বুধবার বিসিসিআই নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে তাস নিয়ে হাত সাফাইয়ের ভেলকি দেখাচ্ছেন শ্রেয়স।

