কলকাতা ও রাজ্য পুলিশে রদবদল

রাজ্য ও কলকাতা পুলিশে (Kolkata Police) ফের রদবদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন দেবেন্দ্রকুমার সিং।

Must read

প্রতিবেদন : রাজ্য ও কলকাতা পুলিশে (Kolkata Police) ফের রদবদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন দেবেন্দ্রকুমার সিং। তিনি এতদিন আইজিপি (ট্রাফিক) পদে ছিলেন। তার জায়গায় আইজিপি (ট্রাফিক) হলেন গৌরব শর্মা।

আরও পড়ুন-কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরে শেষদফার ভোট, ব্যাপক সাড়া

তিনি এর আগে স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হয়েছে পুলিশ ডাইরেক্টরেট পদে। এছাড়া হাওড়া স্পেশ্যাল রিজার্ভ পুলিশ থেকে স্পেশ্যাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হল পঙ্কজকুমার দ্বিবেদীকে। কলকাতা আর্মড পুলিশের ডিসি মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশ্যাল রিজার্ভ পুলিশে। আবার কলকাতা পুলিশের কমব্যাট ব্র্যাঞ্চের ডিসি কুনওয়ার ভূষণ সিংকে পাঠানো হল শিলিগুড়ি রিজার্ভ পুলিশে।

Latest article