প্রতিবেদন : প্রকোপ কিছুটা কমলেও এখনও পুরোপুরি করোনা আবহ কেটে গিয়েছে বলা যাবে না। তাই কোভিড মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর । আজ, শুক্রবার স্বাস্থ দফতরের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ না মিললে ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি নবান্নর
SSKM, NRS, RG Kar সহ রাজ্যের মোট ২১টি সরকারি হাসপাতালে এই বেড সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও ৯০টি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বেড বাড়ানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। ৯০টির মধ্যে ৮০টি বেড বাড়ানো হবে SSKM হাসপাতালে এবং ১০টি বেড বাড়ানো হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন : বাঁকুড়ার জাম্বো জিলাপিতে ‘মন্দার ছাপ’
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজগুলিকে এই কাজ সেরে ফেলতে হবে। CMOH এবং MSVP-দের নির্দেশে বলা হয়েছে দ্রুত এই কাজের জন্য সব রকম প্ল্যান যেন তারা জমা দেন। কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ সামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

