সংবাদদাতা, মেদিনীপুর : গত ১১ মার্চ উদ্বোধন হয়েছে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপৎকালীন রানওয়ে। বেলদা থানার পোক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত এই রানওয়ে। উদ্বোধনের কিছুদিনের মধ্যেই দেখা গেল ফাটল এবং কিছু জায়গায় ধস নেমেছে। যা নিয়ে আশঙ্কায় যাত্রীরা। এলাকার মানুষের দাবি, রানওয়ে তৈরি হয়েছে নিম্নমানের জিনিস দিয়ে। সেই সময় অভিযোগ জানালেও কর্ণপাত করেনি নির্মাণকারী সংস্থা।
আরও পড়ুন-বন্যায় ফসলহানি, দুর্গতদের পাশে রাজ্যের কৃষি দফতর, শস্যবিমার লক্ষ্যমাত্রা ধার্য ১ লক্ষ
তাতেই বাখরাবাদের কাছে জাতীয় সড়কে ধস নেমেছে। ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। তাদের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম বালির বস্তা ও অন্য উপকরণ দিয়ে ধসরক্ষার চেষ্টা করা হলেও তা টেকেনি। তবে নিম্নচাপের ফলে টানা তিনদিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখরাবাদের স্কুল মোড়ের কাছে। এলাকার মানুষের বক্তব্য, বহু যানবাহন চলাচল করে। পাশেই রয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ। স্কুলের ছাত্রছাত্রীরাও এই পথ ধরে যাতায়াত করে। ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনঃনির্মাণ করুক।

